Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিআরডিবি
undefined

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,

উপজেলা পরিষদ ভবণ, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি।

কি সেবা কিভাবে পাবেন

 

আস্থা ও বিশ্বস্ততার সহিত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান, পুঁজি গঠন, প্রশিক্ষণ , উৎসাহ সঞ্চয় বোনাস ইত্যাদি সেবা পেতে পারেন।

ঋণ প্রাপ্তিঃ-

আবর্তক প্রকল্প, সদাবিক প্রকল্প, সমাজ উন্নয়ন প্রকল্প,পল্লী প্রগতি প্রকল্প,মুক্তিযোদ্ধা প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প  হতে প্রশিক্ষিত বিষয়ে সংশ্লিষ্ট ঋণ মঞ্জুর কমিটি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে অনুমোদন দেওয়ার পর স্ব স্ব সদস্য/সদস্যাকে চেকের মাধ্যমে ঋণ প্রদান করা হয় ।

সেবা সমূহ নিম্নরূ

ক্ষুদ্র ঋণ প্রদান, পুঁজি গঠন, প্রশিক্ষণ , উৎসাহ সঞ্চয় বোনাস ইত্যাদি সেবা

প্রশিক্ষণঃ-                                                                                

০১। গরু মোটাতাজাকরণ।

০২। হাঁস মুরগী পালন।

০৩। ক্ষুদ্র ব্যবসা।

০৪। মৎস্য চাষ।

০৫। শুকর পালন।

০৬। মৌ চাষ।

০৭। ছাগল পালন।

০৮। বাঁশ,বেত সামগ্রী তৈরী।

০৯। মাশরুম চাষ।

১০। খাদ্য প্রক্রিয়াকরণ।

১১। পাতি তৈরী।

১২। মৎস্য খামার।

১৩। মোবাইল সার্ভিসিং।

১৪। স্থানীয় ভাবে সুবিধাজনক গ্রহন যোগ্য অন্যান্য কর্মকান্ড (উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত)ইত্যাদি বিষয় জাতি গঠনমুলক বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি দ্বারা বিভিন্ন ও দলের সদস্য/সদস্যাদের প্রশিক্ষণ দেয়া হয়।